বুধবার ১৬ জুলাই ২০২৫

৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিরিজ হারের পরও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হৃদয়-সাকিবের

প্রকাশিত: ১৯:১৬, ৯ জুলাই ২০২৫

আপডেট: ১৯:১৬, ৯ জুলাই ২০২৫

সিরিজ হারের পরও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হৃদয়-সাকিবের

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ হওয়া ওয়ানডে সিরিজে দলগতভাবে খুব একটা সফল হতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে টাইগাররা। তবে এই হতাশার মাঝেই আইসিসি র‍্যাঙ্কিংয়ে কিছু ব্যক্তিগত সাফল্যের সুখবর নিয়ে এসেছে সিরিজটি। বিশেষ করে ব্যাটার তাওহীদ হৃদয় ও পেসার তানজিম হাসান সাকিবের জন্য এটি বিশেষ আনন্দের খবর।

তাওহীদ হৃদয় প্রথম ম্যাচে রান পেলেও ধারাবাহিকতা ছিল না। তবে শেষ দুই ম্যাচে টানা দুই অর্ধশতক করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। শেষ দুই ম্যাচেই ৫১ রান করে দলের লড়াই টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তিনি। এই ধারাবাহিক পারফরম্যান্সের ফলে র‍্যাঙ্কিং তালিকায় তিনি ভালোই অগ্রগতি করেছেন।

উইকেটকিপার-ব্যাটার জাকের আলী শুরু করেছিলেন দারুণভাবে। প্রথম ম্যাচে ৬৪ বলে ৫১ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচে ২৪ এবং শেষ ম্যাচে ২৭ রান করেছেন। এই ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তিনি এক লাফে ৩২ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৫৯তম স্থানে জায়গা করে নিয়েছেন।

তানজিম হাসান সাকিব সিরিজের তিন ম্যাচে শিকার করেছেন ৬ উইকেট। তার এই বোলিং সাফল্য তাকে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে ৯২তম স্থানে নিয়ে এসেছে। এ ছাড়া তাসকিন আহমেদ দুই ধাপ এগিয়ে এখন বোলারদের তালিকায় ২৬তম স্থানে অবস্থান করছেন। তবে মোস্তাফিজুর রহমানের জন্য এই সিরিজ ছিল হতাশার। তিনি ১১ ধাপ পিছিয়ে গিয়ে ৪৬ নম্বরে নেমে গেছেন।

অন্যদিকে ব্যাটারদের মধ্যে কিছুটা হতাশা ছড়িয়েছেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। ৮ ধাপ পিছিয়ে লিটন এখন ৭৮তম স্থানে, শান্ত ৬ ধাপ পিছিয়ে ৩৪তম স্থানে আছেন।

 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: