বুধবার ১৫ অক্টোবর ২০২৫

২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেলসহ অন্যান্য মালামাল উদ্ধার

কোটচাঁদপুরে ১৮ দিন পর ৬ ছিনতাইকারী গ্রেপ্তার 

প্রতিনিধি, কোটচাঁদপুর (ঝিনাইদহ)

প্রকাশিত: ১৯:৫০, ৮ সেপ্টেম্বর ২০২৫

কোটচাঁদপুরে ১৮ দিন পর ৬ ছিনতাইকারী গ্রেপ্তার 

ছিনতাইয়ের ঘটনার ১৮দিন পর ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর থানার পুলিশ। রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২টি মটর সাইকেলসহ ছিনতাই হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ। । সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। 

গত ২০ আগস্ট রাতে কোটচাঁদপুরের নারায়ণপুর গ্রামের বাবলুর রহমানের মোটরসাইকেলের গতিরোধ করে গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা। ওই দিন লাঠিসোটা ও ধারালো দা দিয়ে ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি মোটর সাইকেল, ১টি বাটন ফোন ও ৬শ টাকা ছিনিয়ে নেয় তারা। এ ছাড়াও আরো একজনের কাছ থেকে আলমসাধু ছিনিয়ে নেওয়া হয়। কোটচাঁদপুরের সাফদারপুর-খালিশপুর সড়কের নারায়াণপুর মাঠে মফিজ ডাক্তারের মেহগনি বাগানের সামনের সড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় বাবলুর রহমান কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করেন। 

সেই মামলার সূত্র ধরে তদন্তে নামেন কোটচাঁদপুর থানার উপপরিদর্শক এস আই মাসুম বেল্লা। এর ধারাবাহিকতায় রোববার রাতে গোপন সংবাদ পেয়ে মামলার ওই তদন্ত কর্মকর্তা এবং থানার এসআই হারুন অর রশিদ পুলিশের একটি দল নিয়ে ঝিনাইদহ সদর থানার শহরের ওভার ব্রিজের ওপর অভিযান চালান। ওই সময় মামলার আসামি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুরের আব্দুর রহমানের ছেলে মোজাহিদুল ইসলাম মানিক (৪১), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার জালশুকা গ্রামের মুকুল শিকদারের ছেলে টুটুল শিকদার(৩৫) ও মোকাদ্দেস হোসেন মোকাকে (৪৫) গ্রেপ্তার করা হয়। 

এরপর তাদের স্বীকারোক্তি মোতাবেক গ্রেপ্তার করা হয়- ঝিনাইদহ সদরের তেঁতুলবাড়ীয়ার আব ুবক্করের ছেলে রিপন হোসেন(৩৩), ইবি থানার উজান গ্রামের আফিল উদ্দীনের ছেলে শাহিন(২৫) ও ইবি থানার বেড় বাড়াদীর (হরিনারায়নপুরের) আফান শেখের ছেলেদুলাল শেখকে (৪৫)। তাদের কাছ থেকে ছিনতাই করা ২টি মটর সাইকেল ও নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। 

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, থানায় মামলা হওয়ার পর থেকে পুলিশ ঘটনাটি নিয়ে তৎপর ছিল। ফলে ঘটনার ১৮দিন পর আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এ ছাড়াও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: