বুধবার ১৫ অক্টোবর ২০২৫

২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশিকে হস্তান্তর

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৭:১৮, ৯ সেপ্টেম্বর ২০২৫

ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশিকে হস্তান্তর

ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি নাগরিককে চুয়াডাঙ্গায় বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ২ জন নারী ও একজন শিশু। মঙ্গলবার বেলা  ১২টায় দর্শনা সীমান্তের মেইন পিলার ৭৬’র কাছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে আলোচনা শেষে এসব বাংলাদেশিকে হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেনান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে প্রবেশ করে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন তারা। তাদের দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার এ সি সুরন্দার সিং উপস্থিত ছিলেন।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: