
পাইকগাছা উপজেলার রাড়ুলী বাঁকা বাজারে সাধন কর্মকার নামে এক ব্যক্তি উপ-স্বাস্থ্য কেন্দ্রের প্রাচীর ভেঙে দখল করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। মঙ্গলবার সকালে উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে চৌরাস্তা মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিরপেশার মানুষেরা অংশ নেন।
বিএনপি নেতা নাজির আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, আঃ সাত্তার মোড়ল, বাবু সামাদ, কাজী সিরাজ, আঃ মজিদ, মুনছুর আলী গাজী, জামায়াত নেতা আতিয়ার রহমান, বিএনপি নেতা এম সামাদ প্রমুখ।