
বাগেরহাটের রামপালে মেয়াদহীন কেক খেয়ে একটি কিন্ডারগার্টেনের ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ফয়লা বাজার এলাকায় অর্পা গ্লোরিয়াস কিন্ডারগার্টেনের শিক্ষক শান্তনু সরকারের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের জন্য স্থানীয় মোড়ল স্টোর থেকে কেক আনা হয়। ওই কেক খাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের বমি শুরু হয়। পরে শিক্ষার্থীদের খাবার স্যালাইন খাওয়ানো হয় ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শিক্ষার্থীরা এখন সুস্থ আছে বলে জানিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
কিন্ডারগার্টেন বন্ধ থাকলেও, ওই শিক্ষার্থীরা শিক্ষক শান্তনু সরকারের কাছে প্রাইভেট পড়তে এসেছিল বলে জানা গেছে। এ দিকে খবর পেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌসী ঘটনাস্থল পরিদর্শন করেন। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কেক বিক্রেতা মোড়ল স্টোরের মালিক বেলাল মোড়লকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও বলেন, ‘খবর পেয়ে আমরা দোকানে অভিযান চালাই। ওই দোকানে থাকা কেকের মেয়াদ ছিল না। মেয়াদহীন কেক বিক্রির অপরাধে ওই দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ ইউএনও আরও বলেন, অসুস্থ শিশুদের খোঁজ নেওয়া হয়েছে। তারা এখন সুস্থ রয়েছে।