
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় লোহাগড়া পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বাদ আসর লোহাগড়া পৌর বিএনপির দলীয় কার্যালয়ে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোকসভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, সহসভাপতি সৈয়দ আ. সবুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, সাংগঠনিক সম্পাদক শেখ জহিরুল ইসলাম জহির, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আকতার হোসেন মোল্যা প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু।