
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাত থেকে পথচারী ও এলাকাবাসীকে রক্ষার্থে গ্রামীণ সড়কের দুইপাশ দিয়ে তাল গাছের চারা রোপণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে সোমবার পৌরসভার কালমেঘা ও হাটছালা সড়কে আনুষ্ঠানিকভাবে ২শত তাল গাছের চারা রোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন।
২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ এর আওতায় কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় দু’টি সড়কের পাশে এসব চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী আরিফুল হক, উপ-সহকারী কৃষি অফিসার আহসানউল্লাহ প্রমুখ।