
চুয়াডাঙ্গায় সেনাবাহিনী অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজকে আটক করেছে। মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়।
ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফির নেতৃত্বে কলোনি পাড়ায় মঞ্জু হোসেনের বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় পাঁচটি রামদা, একটি চাপাতি, দুইটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটন ফোনসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন, চুয়াডাঙ্গা পৌরসভার কলোনি পাড়ার মৃত বাবর আলীর ছেলে মঞ্জু হোসেন (৫২) ও একই এলাকার সেলিম হোসেনের ছেলে রাতুল (২২)
ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে।