বুধবার ১৫ অক্টোবর ২০২৫

২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে কৃষি কর্মকর্তার যোগসাজশে সার পাচার

প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ) 

প্রকাশিত: ১৭:৪৩, ২৫ আগস্ট ২০২৫

কালীগঞ্জে কৃষি কর্মকর্তার যোগসাজশে সার পাচার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিসিআইসি অনুমোদিত ডিলার রিফাত এন্টারপ্রাাইজের বিরুদ্ধে এক উপসহকারী কৃষি কর্মকর্তার যোগসাজসে সরকারি রবাদ্দের সার পাচারের অভিযোগ উঠেছে। রোববার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, উপজেলার রায়গ্রাম ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলার মেসার্স রিফাত এন্টারপ্রাইজ উচ্চ মূল্যে ইউরিয়া সার নিজ গোডাউন থেকে অন্যত্র বিক্রি করে দেয় । নসিমনে করে ইউরিয়া সার নিয়ে রওনার সময় স্থানীয়রা জব্দ করে উপসহকারী কৃষি কর্মকর্তা জাকারিয়া মোহনের কাছে বুঝিয়ে দেন। ওই উপসহকারী কৃষি কর্মকর্তা সবাইকে আশ্বস্ত করে ঘটনাস্থল থেকে চলে যেতে বলেন। তার কিছুক্ষণ পর গাড়িটি ছেড়ে দেন তিনি। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ থেকে এ দৃশ্য দেখা গেছে। এ প্রতিবেদকের কাছে ফুটেজটি সংরক্ষিত রয়েছে।  

পরে ঘটনাস্থলে গিয়ে একাধিক গণমাধ্যম কর্মী  কৃষি কর্মকর্তা জাকারিয়া মোহনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে প্রথমে অস্বীকার করেন তিনি। পরে বলেন, আমি চা খেতে গিয়েছিলাম। এসে দেখি গাড়ি নেই। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে কী না এমন প্রশ্নে বলেন- ফোনে টাকা নেই তাই জানাতে পারিনি।

এর আগে গত ১৯ আগস্ট সার পাচারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রিফাত এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আখতারুজ্জামান মিয়া বলেন, মেসার্স রিফাত এন্টারপ্রাইজকে অনিয়মের অভিযোগে এর আগে জরিমানা করা হয়েছিল । এ ঘটনা যদি সত্য হয় তবে ব্যবস্থা নেওয়া হবে । অনিয়মের কোনো সুযোগ নেই । 

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠি চন্দ্র রায় বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগের সত্যতা মিললে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: