
ডাকসুর সাবেক ভিপি নুরুর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে হামলা হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে মিছিলটিতে হামালা চালায় ছাত্রদল। উপজেলা শহরের শৈলকুপা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর ওপর হামলার প্রতিবাদে এদিন রাত ৯ টার দিকে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। পাইলট স্কুলের সামনে থেকে বের হয়ে মিছিল ব্রিজের ওপর আসলে হামলা চালায় ছাত্রদল। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আল-আমিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেনের নেতৃত্বে ১০/১৫ জন মোটরসাইকেলে এসে হামলা করে। এতে গণঅধিকার পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান, উপজেলা শাখার সভাপতি মেহেদি হাসানসহ ৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাব্বিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন। অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় শাহজাহান নামের ছাত্রদলের একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।